• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৯
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ উপলক্ষে (০৫ সেপ্টেম্বর/২৪) বৃহস্পতিবার বিকেল ৩ টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। র‌্যালীতে শিক্ষার্থীদের মুখে মুখে আমার দেশ-আমার দেশ- বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান ধ্বনিতে মুখরিত হয় ফুলবাড়ীর আকাশ বাতাশ।
‘শহীদি মার্চ’ র‌্যালীটি প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা ফুলবাড়ী কাছারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম, মাসুদ রানা, মোহাম্ম্দ স্বাধীন প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া জানায়, আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো ফুলবাড়ীতেও সফলভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন