ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের Logo বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত Logo “বিপাশার রাজনীতিতে নতুন খেলা ইলিয়াস মোল্লার তাল ফেলে সেলিম ভূঁইয়ার বিটে নাচ” Logo মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি Logo আরপিও সংশোধন পুনর্বিবেচনা করা হতে পারে: ইসি সচিব Logo গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Logo বিপাশার রাজনীতিতে নতুন খেলা Logo নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : ডাকসু ভিপি Logo বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: রনি

ইতালি থেকে ৪ বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ফেরত

তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
প্রতিবেদক: গ্রীস প্রবাসী মো. লিটন মিয়া, বেলাব, নরসিংদী
রোম, ইতালি: ইতালিতে বৈধ কাগজপত্র সম্পন্ন করার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আবারও চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি চারজন প্রবাসী বাংলাদেশিকে কোনো গুরুতর অপরাধ ছাড়াই জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের এই অপ্রত্যাশিত ডিপোর্টেশনের (Deportation) কারণ হিসেবে চিহ্নিত হয়েছে কেবলই Flussi Visa (Nulla Osta) এবং KIT (Permesso di Soggiorno সংক্রান্ত কাগজপত্র)-এর জটিলতা।
কস্তুরাতে গিয়েই ডিপোর্টেশন!
জানা গেছে, এই প্রবাসীরা আইন ভাঙেননি; বরং তারা নথিপত্রের ত্রুটি এবং প্রক্রিয়াগত অসতর্কতার শিকার হয়েছেন:
* ফলোআপে গাফিলতি: ডিপোর্ট হওয়া ব্যক্তিরা KIT (অভিবাসন সংক্রান্ত প্রাথমিক আবেদন) জমা দেওয়ার পর সেটির ফলোআপ করার ক্ষেত্রে চরম অবহেলা করেছেন।
* ভুল পদক্ষেপ: কেউ কেউ আবার নিজেদের কাগজের অবস্থা জানতে কস্তুরাতে (Questura বা পুলিশ দপ্তর) সরাসরি গিয়েছিলেন— আর সেখান থেকেই তাদের আটক করা হয় এবং দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এটি প্রমাণ করে, কর্তৃপক্ষ এখন নথিপত্রের ত্রুটির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিচ্ছে না।
ইতালির প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা:
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়া হয়েছে, যা মেনে চলা আবশ্যক:
১. দালালের ফাঁদ: দালালদের মাধ্যমে এসে KIT জমা দেওয়ার পরও অনেকে বিপাকে পড়ছেন। তাই নথিপত্রের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিজেদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
২. রাজনৈতিক আশ্রয়ের আইনি ঢাল: রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারীদের কমিশন কর্তৃক আবেদন রিজেক্ট হওয়ার পর অবশ্যই আপিলের কপি (Copia di Appello) সবসময় নিজেদের সঙ্গে রাখতে হবে। এটি আইনি জটিলতা এড়াতে সাহায্য করবে।
৩. আইনজীবীর পরামর্শ নিন: কাগজপত্র সংক্রান্ত যেকোনো পদক্ষেপ, বিশেষ করে কস্তুরাতে উপস্থিত হওয়ার আগে, অবশ্যই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিতে হবে। নিজেরা কোনো সিদ্ধান্ত নিলে বড় ধরনের বিপদে পড়ার ঝুঁকি থাকে।
এই ঘটনাটি ইতালির প্রবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল— বৈধ কাগজপত্র প্রক্রিয়া করার সময় সামান্য ভুল বা অসতর্কতাও প্রবাস জীবন কেড়ে নিতে পারে এবং চরম ভোগান্তির কারণ হতে পারে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ট্যাগস :

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

ইতালি থেকে ৪ বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ফেরত

আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
প্রতিবেদক: গ্রীস প্রবাসী মো. লিটন মিয়া, বেলাব, নরসিংদী
রোম, ইতালি: ইতালিতে বৈধ কাগজপত্র সম্পন্ন করার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আবারও চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি চারজন প্রবাসী বাংলাদেশিকে কোনো গুরুতর অপরাধ ছাড়াই জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের এই অপ্রত্যাশিত ডিপোর্টেশনের (Deportation) কারণ হিসেবে চিহ্নিত হয়েছে কেবলই Flussi Visa (Nulla Osta) এবং KIT (Permesso di Soggiorno সংক্রান্ত কাগজপত্র)-এর জটিলতা।
কস্তুরাতে গিয়েই ডিপোর্টেশন!
জানা গেছে, এই প্রবাসীরা আইন ভাঙেননি; বরং তারা নথিপত্রের ত্রুটি এবং প্রক্রিয়াগত অসতর্কতার শিকার হয়েছেন:
* ফলোআপে গাফিলতি: ডিপোর্ট হওয়া ব্যক্তিরা KIT (অভিবাসন সংক্রান্ত প্রাথমিক আবেদন) জমা দেওয়ার পর সেটির ফলোআপ করার ক্ষেত্রে চরম অবহেলা করেছেন।
* ভুল পদক্ষেপ: কেউ কেউ আবার নিজেদের কাগজের অবস্থা জানতে কস্তুরাতে (Questura বা পুলিশ দপ্তর) সরাসরি গিয়েছিলেন— আর সেখান থেকেই তাদের আটক করা হয় এবং দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এটি প্রমাণ করে, কর্তৃপক্ষ এখন নথিপত্রের ত্রুটির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিচ্ছে না।
ইতালির প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা:
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়া হয়েছে, যা মেনে চলা আবশ্যক:
১. দালালের ফাঁদ: দালালদের মাধ্যমে এসে KIT জমা দেওয়ার পরও অনেকে বিপাকে পড়ছেন। তাই নথিপত্রের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিজেদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
২. রাজনৈতিক আশ্রয়ের আইনি ঢাল: রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারীদের কমিশন কর্তৃক আবেদন রিজেক্ট হওয়ার পর অবশ্যই আপিলের কপি (Copia di Appello) সবসময় নিজেদের সঙ্গে রাখতে হবে। এটি আইনি জটিলতা এড়াতে সাহায্য করবে।
৩. আইনজীবীর পরামর্শ নিন: কাগজপত্র সংক্রান্ত যেকোনো পদক্ষেপ, বিশেষ করে কস্তুরাতে উপস্থিত হওয়ার আগে, অবশ্যই একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিতে হবে। নিজেরা কোনো সিদ্ধান্ত নিলে বড় ধরনের বিপদে পড়ার ঝুঁকি থাকে।
এই ঘটনাটি ইতালির প্রবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল— বৈধ কাগজপত্র প্রক্রিয়া করার সময় সামান্য ভুল বা অসতর্কতাও প্রবাস জীবন কেড়ে নিতে পারে এবং চরম ভোগান্তির কারণ হতে পারে।

আরও পড়ুন  আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার