মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব-২০) নেপালকে হারিয়ে শিরোপা জয় করে বাড়ী ফিরেছেন বেনাপোলের কৃতি ফুটবলার রাব্বি হোসেন রাহুল। বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা অর্জন করায় সারা দেশের মত বেনাপোলে আনন্দ-উল্লাসে মেতে ওঠে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ খবর শুনে বিভিন্ন সংগঠন “রাহুল”কে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানায়। রাহুলের বাড়ী বেনাপোল পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামে। সে মৃত লাল মিঞা’র ছেলে। অনুর্ধ্ব-২০ সাফ ফুটবলে কৃতিত্ব গড়ায় রাহুল জাতীয় দলে স্থান পেয়েছেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে “রাহুল”কে সংবর্ধনা প্রদান করে বেনাপোলের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী”। সন্মাননা স্মারক হিসেবে ফুল এবং ক্রেষ্ট প্রদান করেন একাডেমীর পক্ষে ক্যাপ্টেন- তারিক আজিজ রনি, সহকারি ক্যাপ্টেন- কিশোর দেবনাথ, মুস্তাফিজুর রহমান মুক্তার , হৃদয় হোসেন বাবু, রাকিব, তানজিম সহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি- মো. মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক- রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম সেন্টু, সহ: দপ্তর সম্পাদক- সংগ্রাম হোসেন প্রমুখ। ফুল হাতে দলের তরুণ ফুটবলাররাও এসে দেখা করেন রাহুলের সঙ্গে। ঐ সকল তরুণ ফুটবলারদের এখন স্বপ্ন রাহুলের মতো ফুটবল তারকা হওয়ার।
উল্লেখ্য, ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় দেশে পা রাখে দলের খেলোয়াড়রা। এই দলে ছিলেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার কৃতি ফুটবলার রাব্বি হোসেন রাহুল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে জয় নিশ্চিত করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বসে বাংলাদেশ। পরবর্তী অনুর্ধ্ব-২০ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। রাহুল সেখানকার খেলায় অংশ নিবেন বলে শুভেচ্ছা বক্তব্যে জানিয়েছেন।