এম এস শবনম শাহীন, ঢাকা:
—————————————–
সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে পুলিশহীন মাঠে এক শ্রেণীর সুযোগসন্ধানী দুষ্কৃতিকারীরা বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর করেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার সময়
বাগেরহাট শরনখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুরগ্রামের বাসিন্দা সুলতান হাওলাদারের বাড়িতে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন মানিকের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আলী আজগরের বাসায় ফিল্মি স্টাইলে ভাঙচুর করে। শুধু ভাঙচুরে থেমে থাকেনি সন্ত্রাসীরা, একপর্যায়ে সাংবাদিক আলী আজগরের স্ত্রী সুরভী আক্তার কে টেনে হিঁচড়ে নামিয়ে মহাসড়কের উপরে মারধর করা হয় এসময় ৭ বছরের ছোট্ট শিশু সিয়ামের উপরেও হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে পাঠানো হয়েছে।
উল্লেখ্য আজগর আলী দৈনিক প্রতিদিন খবর পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত আছেন।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার দৈনিক লাখোকন্ঠকে বলেন, ঘটনার সময় ঘরে থাকা আসবাবপত্র স্বর্ণ অলংকার নগদ টাকা সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।
একপর্যায়ে সাংবাদিক আলী আজগরের স্ত্রী ও সন্তানদেরকে মারধর করে, পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই হামলার মূল পরিকল্পনাকারী স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন মানিক! এবং তার নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়। সাংবাদিক আলী আজগরের স্ত্রী ও সন্তানদের মারধর করে থেমে থাকেনি সন্ত্রাসী বাহিনী। একপর্যায়ে ঘরে থাকা নগদ অর্থ এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম ২ ঘন্টা পরে সেখানে উপস্থিত হয়, ততক্ষণে সন্ত্রাসীরা ঘর লুট করে এবং ঘরে থাকা আসবাব পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র জ্বালিয়ে দেয়।
এ বিষয়ে সাংবাদিক আলী আজগরের সাথে কথা বলে জানা যায় তিনি ঢাকায় অবস্থান করাকালীন সময়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনীরা ঘরে থাকা মহিলাদের উপরে আক্রমণ এবং ভাঙচুর করে। তিনি আরও বলেন, আমার স্ত্রী সন্তান আমার বাড়িতে থাকে আমি খবর পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু এখনো আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা কামনা করছি।