• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

জামিন পেলেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৯
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
অরবিন্দ কেজরিওয়াল, ফাইল ছবি
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আবগারি দুর্নীতি মামলায় ছয় মাস পর জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তার জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। খবর এনডিটিভি

কেজরিওয়ালকে জামিন দেয়া হলেও কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার অনুমতি ছাড়া সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। সরকারি ফাইলে সই করতে পারবেন না। এছাড়া মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। কোনো সাক্ষীর সঙ্গে কথাও বলতে পারবেন না।

আবগারি দুর্নীতি মামলায় চলতি বছরের ২১ মার্চ তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই অভিযোগে ২৬ জুন তাকে গ্রেপ্তার করে সিবিআই। গত ১২ জুলাইয়ে ইডির মামলায় জামিন পেলেও আটকে যায় সিবিআইয়ের মামলায়।

ইডি ও সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালে দিল্লি সরকারের নতুন আবগারি নীতি রূপায়ণের মধ্য দিয়ে কেজরিওয়ালের দল ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছিল। কিন্তু ঘুষের কোনো টাকা তদন্তকারী সংস্থা উদ্ধার করতে পারেনি। অকাট্য প্রমাণও হাজির করতে পারেনি। অভিযুক্ত ও ধৃত কারও বাড়ি থেকেও টাকা পায়নি। ইডি ও সিবিআইয়ের দাবি, সেই টাকা দলের নেতারা গোয়া বিধানসভা ভোটে খরচ করেছিলেন।

লোকসভা ভোটে প্রচারের জন্য কেজরিওয়ালকে শর্তাধীনে সাময়িক জামিন দেয়া হয়েছিল। ভোটের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। এবার পুরোপুরি জামিন পেলেন হরিয়ানা বিধানসভা ভোটের ঠিক আগে। যদিও সেই ভোটে কংগ্রেসের সঙ্গে আপের আসন সমঝোতা হয়নি।


আরও সংবাদ

জরুরি হটলাইন