• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৮
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর মঙ্গোলবার বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

পরে হাকিমপুর পৌরসভার ৫জন কৃষক, ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৭ জন ,২নং বোয়ালদাড় ইউনিয়নের ৪ জন এবং ৩নং আলীহাট ইউনিয়নের ১৪ জন সর্বমোট ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ গোলাম রব্বানী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন