মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বংশী নদীতে গোসল করতে গিয়ে ফাহাদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফাহাদ মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নবগ্রামের মামুন মিয়ার ছেলে। সে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টার দিকে ফাহাদ বন্ধুদের সাথে নিয়ে মাঠে খেলতে যায়। খেলা শেষে নাগরপাড়া বংশী নদীতে গোসল করতে নামে। তখন তার সাথে কেউ ছিল না। পানিতে ডুব দেওয়ার পর তাকে না উঠতে দেখে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ২ ঘন্টা চেষ্টার পর নদীর তীর ঘেঁষা এক গর্ত থেকে ফাহাদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহাদ সাঁতার জানতো না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।