মোঃ আক্কাস আলী
বেনাপোলে প্রতিনিধি:
৪৯ ব্যাটেলিয়ন,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র যশোর আওতাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ও ভারতীয় কসমেটিক্স সামগ্রী সহ ০১ জন কে গ্রেফতার করেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-” অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ যশোর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা হতে আনুমানিক ২১,৫৭,২৬৩/- (একুশ লক্ষ সাতান্ন হাজার দুইশত তেষট্টি) টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে,প্রতিনিয়ত সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রবসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হচ্ছে”।
“এর ধারাবাহিকতায় অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিজিবি সদস্যগণ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৮০০ বোতল ফেন্সিডিল, ০৯ বোতল বিদেশী মদ, ০৪ কেজি গাঁজা, মোবাইল, মোটর সাইকেল, ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে”।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে এবং আটককৃত অন্যান্য মালামাল বেনাপোল কাষ্টমস এ জমা প্রদান ও মালিকবিহীন অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।