• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর কবর জিয়ারতে বিএনপি নেতা শরীফুল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৩
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি :

প্রায় এক যুগ পর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করে নিজ জন্মভূমিতে ফিরেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।
জন্মভূমি বড়লেখায় ফিরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জোট সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেছেন। এর আগে শরীফুল হক সাজু বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মালিকুর রহমান মায়নের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে সাজু বলেন, বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বড়লেখা ও জুড়ী উপজেলার যে উন্নয়ন করেছেন তার ধারেকাছেও যেতে পারেননি আওয়ামী লীগের কোনো এমপি-মন্ত্রী। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো অনেক নেতা, দলের সাধারণ কর্মী ও আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের লাশ দেখতে পারেননি, জানাজায় অংশ নিতে পারেননি। বিগত সাড়ে ১৫ বছর আমরা প্রবাসীরা আওয়ামী লীগ সরকারের জুলম নির্যাতনের শিকার হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সহ সভাপতি আলাল উদ্দিন, নছিব আলী, ময়নুল হক, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন