আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (স:)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সর্বস্তরের তাওহীদি জনতা বড়লেখা পৌরশহরের বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল পরবর্তী সমাবেশে সাবেক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মুহাইমিন, জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মুফতি জিয়াউল হক, জামায়ত নেতা খিজির আহমদ, সাংবাদিক এম এম আতিকুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাছিব, প্রভাষক তারেক আহমদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সামাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর নাঈম হাসান।