মো. নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি
শান্তি শৃংখলার লক্ষে আমরা স্লোগানকে সামনে রেখে ওলামা পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ০৪.০০ ঘটিকার সময় ফুলবাড়ী ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে মহা সম্মেলনের আয়োজন করা হলেও বৈরী আবহাওয়ার কারনে পরবর্তীতে উপজেলা মডেল মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মুফদি সাখাওয়াত হোসাইন, মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া আরাবিয়া, লালবাগ ঢাকা সহ বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন ওলামা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। মহাসম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি শামসুদ্দিন কাসেমি।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে গিয়ে সকল শহিদদের আত্নার মাগফেরাত কামনা করা সহ দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে থাকার জন্য আহব্বান করেন।