• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

বেনাপোল ভারতীয় নাগরিক মা ও শিশু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৮
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার–

যশোরের বেনাপোল সীমান্তবর্তী গ্রাম ঘীবা হতে ভারতীয় নাগরিক মা ও মেয়ে শিশুকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে ৪৯,ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“বর্তমান সময়ে সীমান্ত পারাপার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নং ঘিবা গ্রামস্থ সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সময়

সন্দেহজনকভাবে সীমান্ত সড়ক দিয়ে গমনকারী একটি ইজিবাইক তল্লাশী করে ভারতীয় ঐ দুই মা ও শিশুকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা গত ১৭ জুলাই ২০২৪ ইং তারিখ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানাই।

২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রবিবার ঘিবা সীমান্ত দিয়ে পুনরায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক ৪৯ বিজিবি অবগত হলে, তার নির্দেশনায় ঘিবা বিওপি’র বিজিবি’র সদস্যরা ভারতীয় নাগরিকদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক ভারতীয় নাগরিকদ্বয়- ১। কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫), স্বামী- ল্যাক্সম্যান গ্যাভান্ড ২। গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫), পিতা- লাক্সমান গাওয়ান্ড উভয়ের ঠিকানা- চিচপাড়া, ডাক- পানভেল, জেলা- রায়গাদ, রাজ্য-মহারাষ্ট্র,ভারত।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন