আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ
রাসূল (সঃ) শৈশব থেকেই তিনি ইনসাফ শুরু করেছেন। রাসূল (স:) শিশু কাল থেকে উনার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে হারিছ (রাঃ) প্রতি বৈশম্য দুর করে ইনসাফ করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত, সেই শিক্ষা হলো আমাদের যাদের ২ ভাই, ৫ ভাই, ১০ ভাই হোক রাসূল (স:) তখন অবুঝ শিশু সেই সময়ে তিনি যেই ইনসাফ দেখিয়েছেন আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের প্রতি ইনসাফ কায়েম করবো।
তিনি আরও বলেন, পুরুষেরা যারা আছেন আমরা ঘরে বসে থাকবো না। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে নারীরা নারীর কাছে পুরুষেরা পুরুষের কাছে ছাত্ররা ছাত্রের কাছে ছাত্রীরা ছাত্রীদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। যতক্ষণ এই রাষ্ট্রে দ্বীন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত দ্বীনি দাওয়াতী কাজ করা ফরজ। যখন এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে তখন হবে সুন্নাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে দ্বীনি দাওয়াতী কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখার সুজানগর আইডিয়াল আলিম মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাসে
সীরাতুন্নবী (সঃ) মাহফিলে ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ নাসির উদ্দিন হেলালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহফিলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ি) আসনের জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইবতেদায়ী প্রধান হোসাইন আহমেদ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতী জিয়াউল হক, প্রভাষক হাফিজ সাইফুল ইসলাম দস্তগীর, প্রভাষক মাওলানা আব্দুস সত্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ফরিজ উদ্দিন, সুজানগর ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি মোঃ শরফ উদ্দিন, সোসাইটির অর্থ সম্পাদক ও প্রভাষক আব্দুল ওয়াদুদ সালমান, প্রভাষক মাওলানা মনসুর আলী, নজরুল ইসলাম, মাওঃ আবুল কালাম, শিক্ষাবিদ দেলোয়ার হোসেন সাইদ, মতিবুল ইসলাম মুবেল, সাংবাদিক আশফাক আহমদ, আব্দুল কুদ্দুস মারজান প্রমুখ।