• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনবীকে নিয়ে কটুক্তী করায় ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১২৯
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজার ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে উস্কানিমূলক কটুক্তী ও ভারতের বিজেপি সংসদ সদস্য নিতেশ রানের মুসলমানকে নিয়ে বিদ্বেশ ছড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলাম ধর্মপ্রাণ মানুষের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ-এর ব্যানারে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ী কাছারী মাঠ জামে মসজিদ চত্ত¡র থেকে বের হয়ে ফুলবাড়ী জিরোপয়েন্ট, শহীদ লুৎফর রহমান সরণি (থানা রোড), ও উপজেলা পরিষদ রোড প্রদক্ষিণ করে। পরে বিক্ষুদ্ধ ধর্মপ্রাণ মানুষেরা ফুলবাড়ী উপজেলা শহরের জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ-এর সদস্য মুফতি আমির হামজা, ইউনিয়ন সিক্রেটারী মাওলানা আব্দুর রহমান প্রমূখ। এতে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ পরিষদ-এর সভাপতি ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল।


আরও সংবাদ

জরুরি হটলাইন