মো. নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ হতে চোরাইপথে ভারতে স্বর্ণ পাচারের সময় ০৫ টি স্বর্ণের বার সহ মোঃ শহিদুল ইসলাম (৫২) কে হাতে নাথে আটক করেছে গংগারহাট বিওপির কয়েকজন বিজিবি সদস্য।
জানা যায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় গংগারহাট বিওপির কয়েকজন বিজিবি সদস্য ফুলবাড়ী থানাধীন গংগারহাট বিওপি হতে অনুমান ৭০ গজ উত্তর দিকে সীমান্ত পিলার ৯৩৯/৭ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবাগীশ নামক এলাকার রাস্তার পাশে অবস্থানকালে অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২)কে একটি মোটর সাইকেল চালিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাইতে দেখে তাকে থামার জন্য সংকেত দেয়। মোঃ শহিদুল ইসলাম (৫২) বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যগন তাকে উক্ত স্থানে আটক করে উপস্থিত এলাকার লোকজনের সামনে তার দেহ তল্লাশী করে। তার দেহ তল্লাশী করে পরিহিত অন্তর্বাসের পকেট হতে সর্বমোট ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্নের বর্তমান বাজার মুল্য অনুমান ৬৬,৭৭,৪০৩ (ছেষট্টি লক্ষ সাতাত্তর হাজার চারশত তিন) টাকা। পরে বিজিবি সদস্যগন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে উদ্ধারকৃত স্বর্ণ ও শহিদুল ইসলামকে তার ব্যবহৃত মোটর সাইকেল সহ আটক করেন।
উদ্ধারকৃত স্বর্ণের ০৫ টি বারের সর্বমোট ওজন ৪৮ ভরি ০৯ আনা ০২ রতি ০৫ পয়েন্ট এবং উহা প্রকৃতপক্ষে স্বর্ন মর্মে বাংলাদেশ জুয়েলারী এ্যসোসিয়েশন, লালমনিরহাট শাখার সহ সভাপতি আমজাদ হোসেন ও শফিকুল ইসলাম বিলু কর্মকারদ্বয় পরীক্ষা ও পরিমাপ করে জানায় বলে মামলার এজাহার সুত্রে জানা যায়। আটককৃত ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম (৫২) উক্ত স্বর্ণের বারগুলো শুল্ককর ফাকি দিয়ে চোরাই পথে ভারতে পাচার করছিল বলে বিজিবি সুত্রে জানা যায়। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানায় যে, গংগারহাট বিওপির হাবিলদার মোঃ আব্দুল মালেক সঙ্গীয় বিজিবি সদস্যদের সহায়তায় তাদের আইনী কার্যক্রম শেষে আটককৃত মোঃ শহিদুল ইসলাম (৫২) ও উদ্ধারকৃত ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার সহ থানায় এসে এজাহার দায়ের করেছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।