মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ছয় সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ২.৩০ মিনিট এর দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতীকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন: সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিট এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা আর্মি ক্যাম্প ও পাংশা মডেল থানার একটি আভিযানিক দল সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ডাকাতি প্রস্তুতীকালে ছয় সন্ত্রাসীকে আটক করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।