• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২১২
বুধবার, ২ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

১০ম গ্রেড “আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই স্লোগানে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানব বন্ধন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
বুধবার বিকাল ০৩.০০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা চত্বরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ০৫ শতাধিক সহকারী শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এ সময় পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মতুর্জা বকুল, শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল কুমার মোহন্ত, ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহম্মেদ, দক্ষিন শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল সরকার প্রমুখ। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, অষ্টম শ্রেণি পাশ চালক ভাইদের বেতন হয় ১২তম গ্রেডে। অথচ স্নাতক ও সমমানের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে। এর ফলে শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমরা এই বৈষম্য চাই নাই। ১০ম গ্রেড আমাদের দাবী নয় এটা আমাদের অধিকার।


আরও সংবাদ

জরুরি হটলাইন