ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের Logo বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত Logo “বিপাশার রাজনীতিতে নতুন খেলা ইলিয়াস মোল্লার তাল ফেলে সেলিম ভূঁইয়ার বিটে নাচ” Logo মিত্রদের ৪০ আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দরকষাকষি Logo আরপিও সংশোধন পুনর্বিবেচনা করা হতে পারে: ইসি সচিব Logo গলাচিপায় ‘ভিপি নুর নাকি হাসান মামুন’ বিতর্কে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo নিষিদ্ধ আ.লীগ ৪ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Logo বিপাশার রাজনীতিতে নতুন খেলা Logo নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : ডাকসু ভিপি Logo বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: রনি

নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির অভিযোগ উঠেছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যুগান্তরের হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মেরে ফেলার হুমকি দেন হারুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর টু ব্লক বস্তিতে হারুনের কয়েকশো অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন হারুন। প্রায় ২ মাস আগে ওই বস্তিতে ডেসকো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা হয়। মামলায় ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করে ডেসকো। ওই মামলার টাকা জোগাড় করতে টু ব্লক বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন। ওই ব্যক্তি হারুনের চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে ফেরে ফেলার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন  মেট্রোরেলে চলাচলকারীদের জন্য বড় সুখবর, মিলবে কেনাকাটার সুযোগও

এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন, আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাবো।

এ ব্যাপারে জানতে চাইলে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল বলেন, অডিওটা আমিও শুনেছি। তার অপকর্মের দায় সংগঠন নিবে না। এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন, তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।

ট্যাগস :

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির অভিযোগ উঠেছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যুগান্তরের হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মেরে ফেলার হুমকি দেন হারুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর টু ব্লক বস্তিতে হারুনের কয়েকশো অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন হারুন। প্রায় ২ মাস আগে ওই বস্তিতে ডেসকো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা হয়। মামলায় ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করে ডেসকো। ওই মামলার টাকা জোগাড় করতে টু ব্লক বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন। ওই ব্যক্তি হারুনের চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে ফেরে ফেলার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু

এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন, আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাবো।

এ ব্যাপারে জানতে চাইলে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল বলেন, অডিওটা আমিও শুনেছি। তার অপকর্মের দায় সংগঠন নিবে না। এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন, তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।