আসিফ বিল্লাহ,
জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরের মাদারগঞ্জ তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি তামিম আহাম্মেদ সবুজ দেশের সকল হিন্দুধর্মাম্বলীদের তাদের বৃহত্তর উৎসব শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। উনি আরও জানিয়েছেন যে-বাংলাদেশের নাগরিক সকলে।ধর্ম বিশেষে আলাদা হলেও আমরা সকলে মানুষ ও একই দেশের নাগরিক। আমাদের উচিত সকলে মিলে একসাথে থাকা ও দেশের জন্য কাজ করা।দলমত ও ধর্ম নির্বিশেষে সকলকে হাতে হাত রেখে কাজ করে যেতে হবে।আমি তারেক জিয়া প্রজন্ম দল মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে একটি বিষয় স্পষ্ট করতে চাই যে,
তাদের এই উৎসবে যদি কোন অপশক্তি নাশকতা করার চেস্টা করে তাহলে তা শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত আমরা।