• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

রাতে অধিনায়ক হিসেবে ২২ গজ মাতাবেন সাকিব

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৪
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

৬ দলের অংশগ্রহণের শুক্রবার (৪ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ৪-১৪ অক্টোবর পর্যন্ত। এ টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেয়া হবে। টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল অংশগ্রহণ করবেন। সাকিব ২২ গজ মাতাবেন লস অ্যাঞ্জলস ওয়েভস ও তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস। যার নেতৃত্বে থাকবেন সাকিব নিজেই। গতকাল ফ্র্যাঞ্চাইজি দলটি অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে।

 

টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস শক্তিশালী দল গড়েছে। যার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে কোচিং করানো মিকি আর্থারকে। দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন, পাকিস্তানের রুম্মান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নসের মতো খেলোয়াড়দের।  

  • পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত ইংল্যান্ডের তারকা খেলোয়াড়
  • বিশ্বজয়ী তারকা ফুটবলারের ৪ বছরের নিষেধাজ্ঞা কমে হলো ১৮ মাস
  • প্লে-অফ খেলবে মেসির মায়ামি, তাই সূচিসহ আরও যে পরিবর্তন আনলো এমএলএস

অন্যদিকে তামিম ইকবালের দল টেক্সাস গ্লাডিয়েটর্স মাঠে নামবে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাত ৯টায়। যাদের প্রতিপক্ষ সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস। বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা টুর্নামেন্ট।


আরও সংবাদ

জরুরি হটলাইন