• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৫
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা করেছে। শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯), অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সকল অস্ত্র প্রদর্শন করে মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করে চাঁদবাজী ও ডাকাতি করতেন তারা। গ্রেফতার কি তোদের মধ্যে সজল শেখের বিরুদ্ধে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার কৃতদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের তদন্ত স্বার্থে বিষয়টি নিয়ে আমরা এখন কিছু জানাতে চাচ্ছি না। এবিষয়ে পরে জানানো হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন