মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান এর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জনাব লিয়াকত আলী খান বলেন, আমাদের পদ্মা নদী থেকে বালু উত্তলনের জন্য নদীতে ভাঙ্গনের সৃষ্টি হয়। আর ভাঙ্গন শুরু হলে ঘর বাড়ি ফসল ও জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। অবৈধভাবে বালু উত্তলন বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করায় একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে উঠে পড়ে লেগেছে। তারা গরু ডাকাতির সাথে আমার সম্পৃক্ততা সহ আমার বিরুদ্ধে একাধীক অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে মিথা অপপ্রচার চালাচ্ছে। আমি আমার বিরুদ্ধে চালানো এসব মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, সাধারন সম্পাদক জাহিদুর রহমান মোল্লা। যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহাব প্রামানিক।
এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় এছাড়াও ইউনিয়ন বিএনপির শতাধীক নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।