মো. আকাশা মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ অক্টোবর) উপজেলার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. লতিফ খানের সভাপতিত্ত্বে ও সাবেক ছাত্র নেতা হাসিদুল ইসলাম'র সঞ্চালনায় এ পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মুজাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক টুকু মিয়া, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামিম মাহমুদ, ইউনিয়ন বিএনপি অন্যতম সদস্য আব্দুল মালেক, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ও গফফার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা।