মো. নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, রবিবার (০৬ অক্টোবর) সকাল অনুমান ১০.০০ ঘটিকার দিকে উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেন সমর্থীত কিছু নেতা কর্মী জনৈক মেহের জামাল নামের এক ব্যক্তিকে (ক্যাসিনো সম্রাট ও সাবেক যুবলীগ নেতা) স্থানীয় নাওডাঙ্গা পুলের পাড় নামক স্থানে চর থাপ্পর মারে। উক্ত বিষয়কে সহ অভ্যন্তরীন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময়ে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মান্নান মুকুলের কিছু নেতাকর্মী ও সভাপতি নজির হোসেন ব্লকের কিছু নেতা কর্মী মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরেন। সেই সময় সভাপতি নজির হোসেন সমর্থীত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিঞ্চু চন্দ্র সেন, যুবদল নেতা রাহিমুল ও রানা সহ সাধারন সম্পাদক মান্নান মুকুল সমর্থীত স্বেচ্ছাসেবদ দলের নেতা মকছেদুল হক সহ বেশ কয়েকজন নেতা কর্মী গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও উভয় গ্রুপের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানায় যে, কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ ৩/৪ জন নেতার কারণে ফুলবাড়ী উপজেলা বিএনপি আজ লন্ডভন্ড। জেলা সদরে বিএনপির দুটি কার্যালয়। সমগ্র জেলাতেই ওয়ার্ড শাখা পর্যন্ত এই মারমূখী গ্ৰুপিং চলমান। এই গ্রুপিং এর কারনে সাধারন নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মারামারিতে লিপ্ত হচ্ছে, ফলে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ কুড়িগ্রামের কৃতি সন্তান রিজভী ভাইয়ের কাছে অনুরোধ করছি - কুড়িগ্রাম জেলা বিএনপিতে দ্রুত হস্তক্ষেপ করুন। দেখে শুনে যাচাই বাছাই করে নতুন কমিটি দিলে শহীদ জিয়ার প্রকৃত সৈনিকেরা বর্তমান অবস্থা থেকে পরিত্রান পাবে অন্যথায় বর্তমান পরিস্থিতি চলমান থাকলে কুড়িগ্রামে আরও রক্ত ঝরবে।