• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৬৯ টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা, চলছে শেষ মহুত্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৭
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। সারাদেশের মতো তাই কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলছে দেবী দূর্গাকে বরণের শেষ মুহুর্তের প্রস্তুতি।
ইতিমধ্যেই উপজেলার সকল মন্দিরের প্রতিমা তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে রং-তুলির আঁচড়ে প্রতিমা শিল্পীরা অতিযত্নে দূর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, অসুর ও শিবের মূর্তি সাজাচ্ছেন। দুই সপ্তাহ আগে থেকে মণ্ডপে প্রতিমা নির্মাণের অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। শিল্পীদের নিপুণ আঁচড়ে প্রতিমাগুলো প্রাণবন্ত হয়ে উঠছে। পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জা আর প্যান্ডেল তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটরের লোকজন।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ০৬ টি ইউনিয়নে ৬৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন নির্বিঘ্নে করতে ইতিমধ্যেই উপজেলা পূজা উদযাপন সংশ্লিষ্টদের সঙ্গে কয়েকদফায় মিটিং করেছে প্রশাসন। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোও আলাদা আলাদাভাবে বৈঠক করছে পূজা উদযাপন কমিটির সঙ্গে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কাত্তিক চন্দ্র সরকার বলেন, ফুলবাড়ী উপজেলায় পূজা উদযাপনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে, কোনরকম সমস্যা বিহীন সকল নিয়ম মেনে এ বছর উপজেলায় ৬৯ টি মন্দিরে দূর্গা পূজার উদযাপিত হবে।
এলাকার প্রতিমা শিল্পীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিমা তৈরিতে বিভিন্ন ব্যায় বাড়লেও সে হারে মজুরি বাড়েনি। এ বছর প্রতিমা তৈরির ধরণ অনুযায়ী প্রতিটি প্রতিমা তৈরিতে ২০ থেকে ৪০ হাজার টাকা করে নিচ্ছেন। প্রতিমা তৈরিতে এঁটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ-খড়, ধানের কুঁড়া, দড়ি, লোহা, পাট, কাঠ, রঙ, বিভিন্ন রঙের সিট ও শাড়ি-কাপড়ের প্রয়োজন হয়। সারা বছর অপেক্ষার পর এ সময় ব্যস্ততা বেড়ে যায়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ দল তৎপর থাকবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন