মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় সুষ্টভাবে পূজা উদযাপনের লক্ষে মতবিনিময় সভা করলেন সেনাবাহিনী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাংশা উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বছর পাংশাতে পূজা মণ্ডবের সংখ্যা ছিলো ৯৯ টি, এবার তা বেড়ে হয়েছে ১০১ টি। পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এটি সম্ভব হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ, মাগুড়া, রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মিজানুর রহমান, ক্যাপ্টেন মোস্তারী মারুফ শাহরিয়ার। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, মডেল থানা অফিসার ইনচার্জ শাহরীয়ার, আনছার ভিডিপি কর্মমর্তা সাহেদা।
এছাড়াও পাংশাতে দায়ত্বপ্রাপ্ত সেনা সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের করমমর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পাংশা পৌর ও বিভিন্ন ইউনিয়নের পূজা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথীদের কাছ থেকে পূজা বিষয়ক বেশ কিছু কথা শোনেন তিনি।
মতবিনিময় সভায় সেনা কর্মমর্তা ব্রিগেডিয়ার মিজানুর রহমান ওভার স্পিড কমানো, শহরের যানজট নিরশন, পূজা মন্ডবে আনছার ও চেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিতকরন সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। তিনি বলেন, কোন পূজা মন্ডবের ১ কিলোমিটারের মধ্যে কোন পাগল রাখা যাবে না। তবে তাদের সাথে কোন খারাপ ব্যাবহার করবেন না, ভালোভাবে সরিয়ে দিবেন। সত্যিকারের পাগল হলে চলে যাবে, আর ভূয়া পাগল হলে চলে যেতে চাইবে না। এছাড়াও তিনি বলেন, কারো বুকের পাটা নেই যে যারা দল বেধে এখানে এসে আক্রমন করবে। তবে কারো প্রয়োচনায় দু একজন চেয়ে চোরের মত এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে।