• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৮
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে গলায় ফাঁ*স দিয়ে মো: মারুফ(১৭) নামের মানসিক ভারসাম্যহীন এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

জানা যায়, বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের ছেলে মারুফ নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মৃত মারুফের ভাই রিফাত বলেন,আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়ত এ জন্যই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা যায়।

এ ব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।


আরও সংবাদ

জরুরি হটলাইন