• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

“সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বাংলাদেশ: — রোটারিয়ান এম. নাজমুল হাসান।”

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬৪
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বাংলাদেশ — এ কথা বলেছেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এবং কেন্দুয়া- আটপাড়ার গণমানুষের সেবক রোটারিয়ান এম. নাজমুল হাসান। গত শুক্রবার ও শনিবার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে রোটারিয়ান নাজমুল হাসান একথা বলেন। তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের মনে আস্থা যোগাতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তিনি পূজা মন্ডপ পরিদর্শনে এসে মন্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন “দেশনায়ক তারেক রহমান বলেছেন দল-মত-ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। সুতরাং আপনারা নির্ভিগ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন, আপনাদের পাশে বিএনপি’র সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতন রয়েছে।” তিনি পূজা মন্ডপ গুলোতে আর্থিক অনুদান দেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন