
রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের পরিত্যাক্ত কারখানা থেকে উদ্ধারকৃত নারী পুরুষের গলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান৷ আর এই মামলার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন নিহত নারীর মা মনোয়ারা বেগম।
নিহত নারীর নাম শাকিলা আক্তার। যিনি ভবনটির তৃতীয় তলায় অবস্থিত ইবনে কাছির ক্যাডেট মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন৷ আর নিহত পুরুষ আলাউদ্দিন প্রকাশ সাইফুলও কাজ করতেন একই প্রতিষ্ঠানে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতের মা গত ২৫ অক্টোবর রাতে সবশেষ তার মেয়ের সাথে মোবাইলে কথা বলেন৷ তবে এরপর থেকেই তার সাথে যোগাযোগ করতে ব্যার্থ হন৷ পরবর্তীতে মাদরাসায় খোঁজ নিতে গেলে জানতে পারেন একই প্রতিষ্ঠানের কর্মী সাইফুল একই সময় যাবত নিখোঁজ। ভবনটির নিচতলা থেকে দুর্গন্ধ ছড়ানোয়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়ে দুজনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়৷ তবে আসামি অজ্ঞাতনামা হওয়ায় এখনও জিজ্ঞাসাবাদ করেনি বলে জানিয়েছে পুলিশ।























