• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন

টানা ৬দিন পর হিলি স্থল বন্দরের কার্যক্রম সস্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫১
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ পর আজ স্বাভাবিক হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের আলোচনায় বন্ধ ছিল হিলি স্থল বন্দরের পন্য আমদানি ও রপ্তানি কার্যক্রম।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো.নাজমুল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের জন্য একটি পত্র দেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের সম্মতি দিয়েছিলাম । এই ৬ দিন বন্দরের মাধ্যমে কোনো পণ্য আনা নেওয়া করা হয়নি। বিষয়টি বন্দর সংশ্লিষ্টদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল আজ১৫ অক্টোবর মঙ্গল বার সকাল থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ কুমার আগারওয়ালা পাপ্পু জানান, গত ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শুরু হয়,১৩ অক্টোবর দশমী পূজার মধ্যদিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এ কারণে, ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ আবার ১৫ অক্টোবর মঙ্গোল বার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। সকল ধরণের ছুটির আওতা মুক্ত থেকে ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা ভারত-বাংলাদেশে অন্যান্য দিনের মতো প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আসা-যাওয়া করছেন।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের টি আই আব্দুল গফুর জানান, শুধুমাত্র সরকারি ও সাপ্তাহিক ছুটিতে বন্দরের পানামা পোর্টের অফিস সহ আমদানি-রপ্তানি ও পণ্য উঠা-নামার কাজ বন্ধ থাকে।গত ১৩ অক্টোবর দূর্গাপুজার দশমীর দিন সরকারি ছুটি থাকায় সব কার্যক্রম বন্ধ ছিল। তারপর থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলশুল্ক স্টেশনের সহকারী -কমিশনার নারগিজ আক্তার জানান,১৩ অক্টোবর দূর্গাপুজার কারণে সরকারি ছুটির কারনে বন্ধ ছিল । তার পরের দিন থেকে কাস্টমস অফিসের কার্যক্রম চালু হয়েছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন