• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪১
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি( দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর জেলার হাকিমপুর থানা পুলিশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপন হোসেন (৩৭) কে গ্রেপ্তার করেছে। গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল- হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত রিপন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে রিপন পলাতক ছিল। গতকাল মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপনকে গ্রেপ্তার করে। ১৬ অক্টবর বুধবার দুপুরে তাকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন