মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্যের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপণ করাটাও বিশেষ ভূমিকা পালণ করে থাকে" শীর্ষক এ আলোচনায় বেনাপোল সিএন্ডএফ নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দর সংলগ্ন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব ভবন কার্যালয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি-মো.শামছুর রহমান উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক-এমদাদুল হক লতা।
বিষয়ের স্বপক্ষে সিএন্ডএফ এসোসিয়েশনের যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দেন,তারা হলেন-
সিনিয়র সহ-সভাপতি-খায়রুজ্জামান মধু,
সহ সভাপতি-১-আলহাজ্ব মহসিন মিলন,
সহ সভাপতি-২-আলহাজ্ব কামাল উদ্দিন শিমূল,
যুগ্ম সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত,
সাংগঠনিক সম্পাদক-মো.শাহাবুদ্দিন,
সহ অর্থ সম্পাদক-আলহাজ্ব শাহাবুদ্দিন,
কাষ্টমস বিষয়ক সম্পাদক-মো.আব্দুল লতিফ,
কাষ্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক-আলহাজ্ব আলমগীর সিদ্দিক,
বন্দর বিষয়ক সম্পাদক-মো.মেহের উল্লাহ,
দপ্তর সম্পাদক-মো.মোস্তাফিজ্জোহা সেলিম,
চেকপোষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মো.সুলতান মাহমুদ বিপুল,
প্রচার প্রকাশনা ও প্রযুক্তি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-মো. সাজ্জাদুল ইসলাম সৌরভ,
নির্বাহী সদস্য-২-আলহাজ্ব আমিনুল হক আনু।
উপরিল্লিখিত শীর্ষক আলোচনায় অংশ নেন-প্রেসক্লাব বেনাপোলের সভাপতি-মো.মহসিন মিলন,সাংগঠনিক সম্পাদক-মো.সাজেদুর রহমান, বন্দর প্রেসক্লাব এর সভাপতি-শেখ কাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক-মো.আজিজুল হক(সভাপতি,শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ),সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী(সাধারণ সম্পাদক,শার্শা সাংবাদিক ঐক্য পরিষদ),একতা প্রেসক্লাব সভাপতি-অহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক-তৌহিদুর রহমান,বেনাপোল পৌর প্রেসক্লাব সভাপতি-মাহমুদুল হাসান বাবু,সাধারণ সম্পাদক-সুমন হোসাইন।
বক্তাদের দীর্ঘ আলোচনার বৈঠকে আমদানি-রপ্তানী বানিজ্যের গতিশীলতা বৃদ্ধির লক্ষে স্ব স্ব অবস্থানে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য একে অপরের প্রতি আহবান জানানো হয়।