মেহেদী হাসান, রাণীশংকৈল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের ৯৬ জন মহিলা সংরক্ষিত সদস্য ও ইউপি সদস্যদের এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর ১২ টায় পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন। এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল , পেয়ারা খাতুন, আনসারা বেগম, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন দলমত নির্বিশেষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ে প্রন্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখলে আজকের এই মানববন্ধন এর পর আরো কোঠর আন্দোলনে যাবো বলে তারা জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তারা একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে।