নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :
নাজিরপুরের সাবেক মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী ও পিরোজপুর -১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের
সাবেক এমপি শ.ম রেজাউল করিম ও তার ২ ভাইসহ ৪০ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর ) নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান বাদী হয়ে উক্ত মামলা করেন।
মামলায় শ ম রেজাউল করিমের ছোট ভাই নাজিরপুর উপজেলার সদ্য বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান এস,এম নুরে আলম সিদ্দিকী শাহীন, এবং মেজো ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক নাজিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮),
নাজিরপুর যুবলীগের সাধারণ সস্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস সহ ৪০ জনের নামে এবং আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাতনামা করে এ মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৯ আগষ্ট ২০২২ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় দ্রব্যমূলোর উর্ধগতির প্রতিবাদে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিবাদ সভা সমাপ্ত করিয়া নেতা কর্মীদের মধ্যে অনেকেই অফিস থেকে বাহির হইয়া যায়।
বিকেল অনুমান ৬ ঘটিকার সময় ষড়যন্ত্রমূলক ভাবে পূর্ব পরিকল্পনা ১ নং আসামী শ,ম রেজাউল করিমের হুকুমে নির্দেশে এবং ২,৪,৫,৩৯ নং আসামীর নেতৃত্বে আসামীগন পরস্পর যোগাযোগে রামদাও, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র নিয়া অতর্কিত ভাবে তালা ভাঙ্গিয়া বিএনপি অফিসে অনধিকার প্রবেশ করে। আসামীগন অফিসের ভিতর প্রবেশ করিয়া অফিস ভাঙ্গচুর করে ক্ষতিসাধন করে, মালামাল লুট করে জীবন বিপন্নকারী ককটেল বিষ্ফোরিত করে । উক্ত ঘটনায় নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল সহ প্রায় ২ শতাধিক নেতাকর্মী গুরুত্বর আহত হন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভূইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।