মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজ ডিজিটালাইজড করার লক্ষ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে এই কর্মশালায় অংশ নেয়া ৬০ জন কর্মকর্তা কর্মচারীদের পরীক্ষার মধ্য দিয়ে এই কর্মশলার সমাপনী করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় ও রহিমা খাতুন। পরীক্ষা শেষে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিচারকরা। গত ২২ অক্টোবর শুরু হয় এই কর্মশালা।