• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

রাজবাড়ী‌র কালুখলীতে ধান ক্ষে‌ত থে‌কে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩২
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):

রাজবাড়ী‌র কালুখালী‌তে ধান ক্ষে‌ত থে‌কে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপ‌জেলার মাঝবা‌ড়ি ইউ‌নিয়‌নের মোহনপুর গ্রা‌মের এক‌টি ধান ক্ষে‌ত থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। সহকারি পু‌লিশ সুপার(পাংশা সা‌র্কেল) দেবব্রত সরকার জানায়, মোহনপুর মা‌ঠে ম‌তিন মন্ড‌লের ধান ক্ষে‌‌তে মর‌দেহ‌টি প‌রে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওই নারীর প‌রিচয় সনা‌ক্তের চেষ্টা চল‌ছে। এ‌বিষ‌য়ে তদন্ত চল‌ছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন