• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

নাজিরপুরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক জাকির আহমেদ এর ৫ম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৪
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রান্ত মিস্তী ( নাজিরপুর) ;

নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সাধারন সম্পাদক বরেন্দ্র এবং বিশিষ্ট সাংবাদিক মরহুম শেখ জাকির আহমেদ এর ৫ম মৃত্যু তম বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে প্রেসক্লাবে শেখ জাকির আহমেদ এর স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৫শে অক্টোবর, শুক্রবার, বিকেলে আসর বাদ নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, সাবেক সভাপতি সঞ্জীব চন্দ্র রায়, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল, কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, নয়াদিগন্ত প্রতিনিধি আল-আমীন হাজরা সহ নাজিরপুর থানা মসজিদের ইমাম সহ মরহুম সাংবাদিক শেখ জাকির আহমেদ এর পরিবারের সদস্যরা।

এসময়ে সাংবাদিক শেখ জাকির আহমেদ এর স্মৃতিচরন বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিক শেখ জাকির আহমেদ শুরুতে দৈনিক পিরোজপুর দর্পন এ সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে তিনি বাংলাদেশের বহু বিখ্যাত এবং সনামধন্য জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ ভাবে দ্বায়িত্ব পালন করেছিলেন।সাংবাদিকতা পেশা ছাড়াও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন।
বক্তারা আরো বলেন, সকল সাংবাদিক তথা তরুণ প্রজন্মের কাছে মরহুম শেখ জাকির আহমেদ একজন সৎ ও নির্লোভতার আদর্শবান মানুষ হয়ে বেঁচে থাকবেন চিরকাল।

 

 


আরও সংবাদ

জরুরি হটলাইন