উপজেলা প্রতিনিধি(নাজিরপুর) পিরোজপুর ;
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শামীমা আক্তার(১২) নামে এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
৩০ অক্টোবর, বুধবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। শামীমা চরখোলা গ্রামের জালাল উদ্দীন শেখের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
এ বিষয়ে তার ভাই খাইরুল শেখ জানান, আজ সকালে আমরা যখন সবাই কাজের জন্য ঘরের বাহিরে ছিলাম তখন শামীমা ঘরের দরজা বন্ধ করে নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ দেখে আমারা শামীমাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আমার মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে শামীমা গলায় ওরনা দিয়ে আড়ার সাথে ঝুলে আছে। পরবর্তী তে আমি তাকে হসপিটালে নিয়া আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শামীমা বাড়ীর পাশের মহিলা মাদ্রাসায় পড়তো। আমার বোন দীর্ঘ দিন ধরে এপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিলো। ধারনা করছি সে এপেন্ডিসাইটিসের ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জীনাত তাসনিম জানান, ওনাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তখন ওনার হাত-পা ঠান্ডা ছিলো। এর পরে আমরা বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা ও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে জানাই।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো মাহামুদ আল-ফরিদ ভুইয়া জানান, আমরা পরিবারের মাধ্যমে জানতে পেরেছি মেয়েটি এপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত ছিলো। পরিবার তার চিকিৎসা না করার ক্ষোভে সে আত্মহত্যা করেছে। এ বিষয়টি নিয়ে আমদের পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।