• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

শত্রুতা করে দু বিঘা জমির চিনিগুড়া ধান বিনষ্ট:

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩৯
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রতিনিধি হিলি দিনাজপুর 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামে এক কৃষকের ২ বিঘা জমির ব্রি ৩৪ চিনি গুড়া ধান গাছে প্রতিপক্ষরা আগাছা নাশক কীটনাশক বিষ স্প্রে করায় ধান গাছের পাতা পুড়ে ধান খেত বিনষ্ট হয়েছে। এতে ওই কৃষক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

অভিযোগে প্রকাশ, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের আকবর মেম্বারের ছেলে বাবর আলী অন্যের জমি আবাদ করে পরিবার চালান। ভুক্তভোগী কৃষক বাবর আলী আবাদি ফসল নষ্ট হওয়ায় উদ্বিগ্ন হয়েছেন তার পরিবার নিয়ে মানবেতরভাবে দিনাতিপাত করছেন। তিনি অনেক কষ্টে এবার অন্যের জমি ভাড়া করে ২ বিঘা জমিতে ব্রি ৩৪ জাতের চিনিগুড়া ধানের চারা রোপণ করেন। সেই চারা পুষ্টতা পেয়ে ধান পাকার আগ মুহূর্তে গত ৩০ অক্টোবর রাতে কে বা কাহারা তার ধান খেতে বিষাক্ত আগাছা নাশক কীটনাশক স্প্রে করে। পরদিন দুপুর হতেই ধানের সব গাছ মরে গিয়ে হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে।

কষ্টের ফসল নষ্ট হওয়ায় পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে কৃষক বাবর আলী শোক-দুঃখে হতবিহ্বল হয়ে পড়েছেন। জমির ফসল ধ্বংসকারী দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন। কৃষক বার আলী জানান দুই বিঘা জমিতে তার প্রায় এক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। তিনি আজ ৩১ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা জানান, জমির ধান খেত নষ্ট করা দুর্বৃত্তরা অমানবিক কাজ। আমাদের কাছে অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন