• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

অবৈধ নকল ও বিদেশী সিগারেট বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

HM Hakim / ৫২
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গতকাল বিকাল তিনটায় খুলনা মহানগরীর দৌলতপুর বাজারে দুলাল স্টোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অভিযান পরিচালনা করে। সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এই দোকানটিতে অবৈধ বিদেশী সিগারেট ও নকল ডার্বি সিগারেট বিক্রি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল তিনটায় উক্ত দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দোকানটি থেকে ওরিস , কিং সিজ, মন্ড সহ বিভিন্ন ব্রান্ডের অবৈধ বিদেশি সিগারেট ও নকল সিগারেট জব্দ করা হয়। অধিদপ্তর সূত্র আরো জানা যায় জব্দকৃত সিগারেটের মধ্যে ৯ হাজার শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও ১০ হাজার শলাকা ডার্বি স্টাইল সিগারেট ছিল। জব্দকৃত সিগারেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে এবং দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করে। সূত্রে আরও জানা যায় খুলনা মহানগরীতে নকল ও অবৈধ বিদেশী সিগারেট বিক্রির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ সেলিম আনসার ব্যাটালিয়ান সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন