মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাঁতি গ্রামের মাজেদ মন্ডলের বাঁশ ঝারের মধ্য থেকে ব্যাগের মধ্যে থাকা এ মরদেহটি উদ্ধার করা হয়। পাংশা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যাই এবং ব্যাগের মধ্যে থাকা একটি ছোট ছেলে বাচ্চার মরদেহ দেখতে পাই। তবে বাচ্চাটির পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পোষ্ট মর্টেমের পরে দাফন কাফনের ব্যাবস্থা করা হবে।