• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

ফ্যাসিস সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ, ডাক্তার এ বি এম দীন মোহাম্মদ খোকা

HM Hakim / ৪৬
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আব্দুল কাইয়ুম খান খুলনা।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার এ বি এম দীন মোহাম্মদ খোকা বিগত ১৬ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। তার রয়েছে ৩টি আলিশন বাড়ি , গাড়ি ও ব্যাংকে নামে বেনামে রয়েছে বিপুল পরিমাণ টাকা। বিল খুকশিয়া ও বিল বরুনায় প্রায় ৫০ বিঘার মত সম্পত্তি। সবমিলিয়ে তিনি শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ডাক্তার এ বি এম দিন মোহাম্মদ খোকার সাথে বিশেষ সক্ষতা ছিল তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্রের সাথে। এই সুবাদে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ একাধিক অপকর্মের রাম রাজত্ব কায়েম করেছিলেন তিনি। নিয়েছেন কোটি কোটি টাকার অবৈধ সুবিধা। ডুমুরিয়ার নিজ বাড়ি বরুণাতে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন দ্বীতল বাড়ি,১০ কোটি টাকার জায়গা কিনে শাহাপুর বাজারে গড়ে তুলেছেন চার তলা বিশিষ্ট আধুনিক বাণিজ্যিক ভবন। এছাড়া খুলনার নিরালা আবাসিক এলাকায় রয়েছে একটি অত্যাধুনিক বাড়ি। রয়েছে বরুনা বাজারে একটি দুইতলা বিশিষ্ট নিজস্ব ক্লিনিক। বর্তমানে তিনি বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে দীর্ঘ ১৬ বছর নিয়ম বহির্ভূতভাবে বরুনা হাই স্কুলে ও বরুনা দাখিল মাদ্রাসার সভাপতি দায়িত্ব  পালন করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ধামালিয়া ইউনিয়নের সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে তার মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ হতো এমপির প্রতিনিধি হিসাবে। প্রত্যেকটি নিয়োগ হতে সুকৌশলে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীকেও বানিয়ে ছিলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এছাড়া তিনি ছিলেন ডুমুরিয়ায় বিভিন্ন অপকর্মের মাস্টারমাইন্ড। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার অবৈধ সম্পদের হিসাব ও বিভিন্ন অপকর্ম তদন্তপুর্বক পূর্বক বিচার চাই। এ বিষয়ে ডাক্তার এবিএম দীন মোহাম্মদ খোকার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন ৩০ বছর ধরে চাকরি করছি বেতনের টাকা দিয়ে সবকিছু করেছি ।


আরও সংবাদ

জরুরি হটলাইন