মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার কার্যকরী কমিটির সভা হয়েছে । মেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে ৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে রুহিয়া প্রগতি সংঘ চত্বরে ২০২৪ কার্যকরী কমিটির প্রথম সভা হয় । সভার শুরুতে ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার সাধারন সম্পাদক মো: সহিদুল হক গত মিটিংয়ে যে সকল বিষয়ে আলোচনা হয়, তা উপস্থাপন করেন এবং আজকের এজেন্ডা উল্লেখ করেন । এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, ১নং --রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল হক, ২০নং --রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাংবাদিক আপেল মাহমুদ প্রমখ । এ সময় মেলার কার্যকরী কমিটির সদস্যগন, বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলাকে সুন্দর এবং সফল করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গ্রহন করার জন্য মেলার সভাপতির নিকট উপস্থাপন করেন বক্তাগন।