মো: আকাশ মাহমুদ (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশা রেলওয়ে ষ্টেশনের পার্শ্বে কাঠাল গাছ থেকে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
আজ ভোর ৫.৩০ এর দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি লাশটি ঝুলতে দেখ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এদিকে নিহতের কাছে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, মা বাবা আমাকে মাফ করে দিও” লিখিত একটি চিরকুট পাওয়া গেছে।
রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার রাজু প্রামাণিক’র ছেলে।
রাকিবুলের পরিবার সূত্রে জানা যায়, রাকিবুল ঢাকায় একটি কোম্পানিতে চাকরির সুবাধে একই কোম্পানি আরো ৪-৫ জনকে চাকরি দেওয়ার আশ্বাসে জনপ্রতি ১০ হাজার করে টাকা নিয়ে চাকরি দিতে ব্যার্থ হয়। এতে পাওনাদারেরা তাদের টাকা ফেরত চাইলে তা দিতে না পারায় পাওনাদারেরা হুমকি-ধামকি দিতে থাকে রাকিবুল কে। এ কারনে রাকিবুল নিজ বাড়িতে যেতে পারেনা। মামা বাড়ী, খালা বাড়ী ও ফুপু বাড়ীতে থাকতো। গতকাল রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টা দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা খালাবাড়ী থেকে ফুপুবাড়ী যাওয়ার কথা বলে বের হয়। তারপর এই অবস্থা।
পাংশা মডেল থানার এসআই সাজিদ ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, দেনার দায়ে সে হতাশাগ্রস্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।