• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী)
রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী) / ৬৫
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. আকাশ মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):

রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে এজাহার নামীয় এক আসামীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এজাহার নামীয় ওই আসামী পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে নাম সজীব শেখ (২৮)। সজীব একটি মারামারির মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামী।

বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ ফোর্স সহ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার থানার এলাকার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় একটি মারামারি মামলার এজাহার নামীয় একজন আসামীকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামী পালানোর জন্য দৌড় দেয়। এ সময় পুলিশ আসামীর পিছু নেয়। এ পর্যায়ে আসামী ফাকা ফায়র করে পালিয়ে যায়। ফায়ার করার পরে পুলিশ আর সামনে আগায়নি। আসামীর কাছে যে. অস্ত্র ছিলো পুলিশ জানতো না। এখন পর্যন্ত ওই আসামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় কোন হতাহেতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে পাংশা মাডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট-২০২৪ ইং তারিখে চাঁদা না পেয়ে ছেলেকে মারপিট করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। পুলিশ ঘটনায় সত্যতা পেয়ে মামলা রুজু করে। পাংশা থানার মামলা নং-০৪(৮)২৪। সেই মামলার এজাহারে সজীব শেখ ২ নম্বর আসামী।


আরও সংবাদ

জরুরি হটলাইন