দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের তালিকায় ২০২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান চতুর্থ।
২০৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু আর পঞ্চম অবস্থানে থাকা ইরানের তেহরানের স্কোর ১৮৭।