মো. আকাশ মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় মালবাহী ট্রাকে মালামাল পরিবহনসহ লোড-আনলোড করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান রুবেল।
শনিবার (১৪ ডিসেম্বর) পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলা ট্রাকে মালামাল পরিবহনপূর্বক লোডিং-আনলোডিং করার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী পৌর শহরের টেম্পুস্ট্যান্ডের সোহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী, বারেক মোড়ে অবস্থিত সবুজ হার্ডওয়্যার ও কুড়াপাড়াস্থ কলেজ রোডে একজন ট্রাক ড্রাইভারকে সর্বমোট ৫০০০/- জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান রুবেল বলেন, পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করায় তাদেরকে দণ্ড দেয়া হয়। দণ্ডে দুই ব্যবসায়ী ও একজন ট্রাক ড্রাইভারের নিকট থেকে জরিমানার সর্বমোট ৫ হাজার টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় পাংশা মডেল থানার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করে।