ফেসবুকে মনিটাইজ চালু করে দিবার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি|
এই চক্রটি ফেসবুকে বুষ্ট করে, না রকম প্রলোবন দেখিয়ে ।
গ্রামের সহজ সরল তরুন তরনীদের কাজ থেকে এক এক টা মনিটাইজ এর জন্য ২০ হাজার টাকা করে নেয়,
কিন্তু টাকা নিবার পরে যোগাযোগ বন্ধ করে দেয়।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করার আহবান।