মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় এক্টিভিস্তা কুড়িগ্রামের আয়োজনে তারুণ্যের সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার সোনাইকাজি গ্রামের ধরলা নদীরপাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ১১টি ইয়ুথ গ্রুপের প্রায় ৩৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। সমাবেশস্থলে ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে বিষয়ভিত্তিক স্টল খোলা হয়। স্টল গুলো সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু। আলোচনা সভা সঞ্চালনা করেন উদয় অঙ্কুশ সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
আলোচনার সভার শুরুতে সমাবেশে উপস্থিত কিশোরীরা বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করেন। আলোচনা সভায় ইয়ুথ গ্রুপের লিডারগণ মাদক প্রতিরোধ, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ফুলবাড়ীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণকারী ১১ টি ইয়ুথ গ্রুপের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।