রাজধানীর কদমতলী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৪টা ৩০ মিনিটে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে তিন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হওয়ার খবর তারা পান। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মো. কামরুজ্জামান ওরফে কাব্বুকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাব্বু জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে সুইস গিয়ার (চাকু) ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে জোরপূর্বক অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করত।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ।